ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চাই না, তবে জবাব দেব: ইরানের প্রেসিডেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। তবে তেল আবিব হামলার যথাযথ জবাব দেবে তাঁর দেশ। গতকাল রোববার ইরানের মন্ত্রীসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখব না, দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো। ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এদিকে রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি তাঁর বক্তব্যে বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে অতিরঞ্জিত কিংবা ছোট করে দেখার সুযোগ নেই।’ তিনি এ হামলাকে ভুল গণনা বলে মন্তব্য করেছেন।

হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে গত শনিবার ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চাই না, তবে জবাব দেব: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। তবে তেল আবিব হামলার যথাযথ জবাব দেবে তাঁর দেশ। গতকাল রোববার ইরানের মন্ত্রীসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখব না, দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো। ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এদিকে রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি তাঁর বক্তব্যে বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে অতিরঞ্জিত কিংবা ছোট করে দেখার সুযোগ নেই।’ তিনি এ হামলাকে ভুল গণনা বলে মন্তব্য করেছেন।

হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে গত শনিবার ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল।