আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে নির্বাচনি মাঠ। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে নিজেদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রতিদ্বন্দ্বির দুর্বলতা তুলে ধরতে ব্যস্ত প্রধান দুই প্রার্থী, করছেন একে অপরের সমালোচনা।
স্থানীয় সময় রোববার পেনসিলভেনিয়ায় পুয়েত্রো রিকোর নাগরিকদের একটি রেস্টুরেন্টে প্রচারণায় যান ড্রেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এসময় ট্রাম্প আবারও মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি করার পায়তারা করছে বলে অভিযোগ করেন কমলা। ক্যারবিয়ান দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোর বাসিন্দাদের নিয়ে ট্রাম্প শিবিরের বর্ণবাদী মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ অভিযোগ করেন।
কমলা বলেন, ‘ ট্রাম্প শিবির একে অপরের দিকে আঙুল তুলে মানুষকে বিভক্ত করার এবং মানুষকে ছোট মনে করার চেষ্টা করেছে। আপনারা সবাই অসাধারণ কাজ করছেন এবং সত্যিকার অর্থে বিজয় পেনসিলভানিয়া ছাড়া, আপনাদের ছাড়া সম্ভব নয়।’
এসময় পুয়ের্তো রিকোর চ্যালেঞ্জ ও নীতি বিষয়ে আলোচনা করেন কমলা। বলেন, এই দ্বীপবাসীর জন্য তিনি দুটি বিষয়ে নজর দিতে চান। এক-অর্থনৈতিক সুযোগ তৈরি করা এবং দুই- বৈদ্যুতিক গ্রিড উন্নত করা। বলেন, প্রেসিডেন্ট হলে এই দ্বীপের নাগরিকদের জন্য বিশেষ অর্থনীতি ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা রয়েছে।