ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় ট্রামির আঘাতে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় ট্রামির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে অনেকে। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিলিপাইনে দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ফিলিপাইনে গত শুক্রবার এ বছরের সবচেয়ে প্রাণঘাতী ঝড় ট্রামি আঘাত হানে। ঝড়ের কারণে ৫ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

ম্যানিলার দক্ষিণাঞ্চলের বাতানগাস প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। প্রাদেশিক পুলিশ জেসিন্তা মালিনাও এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

বাতানগাসের প্রদেশটির আঞ্চলিক পুলিশ প্রধান মালিনাও বলেন, ‘বালেতে শহরের পাহাড় থেকে ঢল নেমে এসে ঘরবাড়ি প্লাবিত করেছে। প্রচুর ঘরবাড়ি ভেসে গেছে।’

ট্রামির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ বিকোলে অঞ্চলে অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের অধিকাংশের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

ক্যাভিটে প্রদেশে পানিতে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফিলিপাইনের পুলিশ ও জাতীয় দুর্যোগ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য প্রদেশ থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা এডগার পোসাদাস জানান, উদ্ধারকারীরা এখনও অনেক বিচ্ছিন্ন একালায় পৌঁছাতে পারছেন না। ফলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় ট্রামির আঘাতে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে

আপডেট সময় : ০২:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় ট্রামির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে অনেকে। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিলিপাইনে দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ফিলিপাইনে গত শুক্রবার এ বছরের সবচেয়ে প্রাণঘাতী ঝড় ট্রামি আঘাত হানে। ঝড়ের কারণে ৫ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

ম্যানিলার দক্ষিণাঞ্চলের বাতানগাস প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। প্রাদেশিক পুলিশ জেসিন্তা মালিনাও এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

বাতানগাসের প্রদেশটির আঞ্চলিক পুলিশ প্রধান মালিনাও বলেন, ‘বালেতে শহরের পাহাড় থেকে ঢল নেমে এসে ঘরবাড়ি প্লাবিত করেছে। প্রচুর ঘরবাড়ি ভেসে গেছে।’

ট্রামির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ বিকোলে অঞ্চলে অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের অধিকাংশের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

ক্যাভিটে প্রদেশে পানিতে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফিলিপাইনের পুলিশ ও জাতীয় দুর্যোগ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য প্রদেশ থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা এডগার পোসাদাস জানান, উদ্ধারকারীরা এখনও অনেক বিচ্ছিন্ন একালায় পৌঁছাতে পারছেন না। ফলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।