সার্ককে শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে নেপাল: আমির খসরু
- আপডেট সময় : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) শক্তিশালী করতে নেপাল বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক উন্নয়নে সার্কে সঠিক জায়গায় নিয়ে যাওয়া জন্য সবাই এক সাথে কাজ করা হবে। নেপালের হাইড্রো বিদ্যুৎকে কাজে লাগানো হবে। গণতন্ত্রকে সুসংহত করতে দুই দেশ এক সাথে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
আমির খসরু বলেন, অর্থনৈতিক, যোগাযোগ, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও নেপাল। পাশাপাশি দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে নেপালের হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎ সোর্স থেকে এনার্জি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ বছরের বিদ্যুৎ সেক্টরের কলঙ্কিত অধ্যায় দূর করে আঞ্চলিক পুল ব্যবহার করে তা সরাসরি কাজে লাগানো যেতে পারে। এছাড়া আঞ্চলিক সম্পর্ক, মানবাধিকার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াসহ এই অঞ্চলের রাজনীতিতে দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।