বলিউডে সবচেয়ে ধনী কে এই গায়িকা?
- আপডেট সময় : ১১:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। প্লেব্যাক করেছেন হিন্দি-বাংলা সিনেমায়। এমনকি নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষাতেও গান গেয়েছেন তিনি। প্রকাশ করেছেন নিজের অ্যালবাম।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র এক প্রতিবেদনে জানা যায়, শ্রেয়ার মোট সম্পত্তির পরিমাণ ১৮০ থেকে ১৮৫ কোটি রুপি। তবে তিনি ভারতের সবচেয়ে ধনী গায়িকা নন।
সম্পত্তির হিসাবে গায়িকাদের তালিকায় এ গায়িকার পরেই রয়েছেন সুনিধি চৌহান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি রুপি। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছেন নেহা কক্কর। তাঁর মোট সম্পত্তি ৪০ কোটি রুপির কাছাকাছি।
তবে শ্রেয়া, সুনিধী কিংবা নেহা… তাঁরা কেউই ভারতের সবচেয়ে ধনী গায়িকা নন! এই শিরোপা পেয়েছেন অন্য একজন। তিনি তুলসী কুমার, টি-সিরিজের কর্ণধার ও সংগীত প্রযোজক গুলশান কুমারের মেয়ে। বলিউড সূত্রে খবর, এই গায়িকার মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি রুপি।
১৯৮৬ সালের ১৫ মার্চ মুম্বাইয়ে জন্ম তুলসীর। পড়াশোনা করেছেন নয়াদিল্লির স্কুল ও কলেজে। মনোবিজ্ঞানে স্নাতক। গানবাজনার প্রতি ছোট থেকেই ভীষণ আগ্রহ ছিল তাঁর। মাত্র ৬ বছর বয়স থেকে গান শেখা শুরু। তালিম নিয়েছেন শাস্ত্রীয় সংগীতে। তাঁর যখন ১১ বছর বয়স, তখন তাঁর বাবা গুলশান কুমার মারা যান।
২০০৬ সালে প্রথমবার হিন্দি সিনেমায় প্লেব্যাক করেন তুলসী। গেয়েছেন দর্শন রাভাল, হিমেশ রেশমিয়া, অরিজিৎ সিং, আরমান মালিক, জুবিন নটিয়াল, বাদশা, আতিফ আসলামের মতো নামকরা গায়কদের সঙ্গে। ২০০৯ সালে নিজের অ্যালবাম মুক্তি পায় তুলসীর। প্লেব্যাক করেছেন ‘চুপ চুপ কে’, ‘হমকো দিওয়ানা কার গায়ে’, ‘অকসার’, ‘টম, ডিক অ্যান্ড হ্যারি’, ‘ফির হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘বিল্লু বারবার’, ‘দুলহা মিল গায়া’, ‘পাঠশালা’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘দাবাং ২’, ‘আশিকি ২’, ‘ইয়ারিয়া’, ‘সিংঘাম রিটার্নস’, ‘রয়’, ‘বাঘি ৩’র মতো চলচ্চিত্রে। ২০০৯ সালে প্রকাশ করেছেন নিজের একক অ্যালবাম ‘লাভ হো যায়ে’।
বর্তমানে স্বামী-সংসার নিয়ে তুলসী। ২০১৫ সালে তিনি বিয়ে করেছেন দিল্লির ব্যবসায়ী হিতেশ রলহনকে। এক পুত্রসন্তানের বাবা-মা তাঁরা।