‘ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজন সবার ঐক্য’
- আপডেট সময় : ১০:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
দেশে এখনও নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা মোকাবেলায় সব দলের ঐক্য আর জাতীয় নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
রাজধানীতে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় তারা একথা বলেন। এসময় জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বচ্ছ পরিচ্ছন্ন দেশ গড়তে চায় তার দল। অপকর্মের দায়ে আওয়ামী লীগের ভোটের মাঠে আসার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সোমবার সকালে এই আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ সময় ২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের তীব্র সমালোচনা করা হয়।
সেদিনের করুণ অভিজ্ঞতা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় যোগ দেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের দাবি জানান।
এসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার ও নির্বাচন দুটোই দরকার।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর বলেন, দেশে কোনো সংকট হোক তা জামায়াত চায় না।
আওয়ামী লীগ এখনও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের আমীর।