ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করলো ইসরাইল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা-ইউএনআরডব্লিউএ-কে নিষিদ্ধ করেছে ইসরাইল। ইসারইলের ভেতরে ও অধিকৃত পূর্ব জেরুজালেমে তাদের কার্যক্রমের চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি আইন পাস হয়েছে ইসরাইলি পার্লামেন্টে। এর ফলে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম কার্যত বন্ধ হতে পারে।

এটি অগ্রহণযোগ্য নিষেধাজ্ঞা বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইউএনআরডব্লিউএ- এর কোনও বিকল্প নেই। এই আইন বাস্তবায়নে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে শরণার্থীদের পরিণতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন গুতেরেস।

সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরাইলি সংসদে হওয়া ভোটটি জাতিসংঘ সনদবিরোধী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এর মাধ্যমে ইসারাইল একটি বিপজ্জনক নজির স্থাপন করলো। যেটি ফিলিস্তিনিদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দেবে।

আস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, স্পেন ও জর্ডানসহ বেশ কিছু দেশ ইউএনআরডব্লিউএ এর ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। তাদেরও আশঙ্কা, গাজায় এখন যে মানবিক সংকট চলছে এতে পরিস্থিতির আরও অবনতি হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণকারী ইউএনআরডব্লিউএ-এর কর্মীদের জবাবদিহির আওতায় আনা হবে। ইসরাইলের মতে, ২০২৩ সালের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলায় ইউএনআরডব্লিউএ-এর কিছু সদস্য অংশগ্রহণ করেছেন। এছাড়া, তাদের কয়েকজন হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

এই সংস্থাটিকে ১৯৪৯ সালে ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন মৌলিক সহায়তা প্রদানের জন্য গঠন করা হয়। এই নিষেধাজ্ঞার জন্য গাজায় সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যক্রম অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করলো ইসরাইল

আপডেট সময় : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা-ইউএনআরডব্লিউএ-কে নিষিদ্ধ করেছে ইসরাইল। ইসারইলের ভেতরে ও অধিকৃত পূর্ব জেরুজালেমে তাদের কার্যক্রমের চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি আইন পাস হয়েছে ইসরাইলি পার্লামেন্টে। এর ফলে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম কার্যত বন্ধ হতে পারে।

এটি অগ্রহণযোগ্য নিষেধাজ্ঞা বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইউএনআরডব্লিউএ- এর কোনও বিকল্প নেই। এই আইন বাস্তবায়নে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে শরণার্থীদের পরিণতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন গুতেরেস।

সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরাইলি সংসদে হওয়া ভোটটি জাতিসংঘ সনদবিরোধী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এর মাধ্যমে ইসারাইল একটি বিপজ্জনক নজির স্থাপন করলো। যেটি ফিলিস্তিনিদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দেবে।

আস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, স্পেন ও জর্ডানসহ বেশ কিছু দেশ ইউএনআরডব্লিউএ এর ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। তাদেরও আশঙ্কা, গাজায় এখন যে মানবিক সংকট চলছে এতে পরিস্থিতির আরও অবনতি হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণকারী ইউএনআরডব্লিউএ-এর কর্মীদের জবাবদিহির আওতায় আনা হবে। ইসরাইলের মতে, ২০২৩ সালের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলায় ইউএনআরডব্লিউএ-এর কিছু সদস্য অংশগ্রহণ করেছেন। এছাড়া, তাদের কয়েকজন হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

এই সংস্থাটিকে ১৯৪৯ সালে ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন মৌলিক সহায়তা প্রদানের জন্য গঠন করা হয়। এই নিষেধাজ্ঞার জন্য গাজায় সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যক্রম অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।