ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কমলাকে আগাম ভোট দিলেন বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগাম ভোট দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার নিজের রাজ্য ডেলাওয়ারের নিউ ক্যাসলে একটি ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন তিনি।

সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সে দেশের বহু বাসিন্দাই নির্ধারিত দিনের পূর্বে ভোটদানের জন্য আবেদন করে থাকেন। জো বাইডেনও ছিলেন সে তালিকায়। হোয়াইট হাউস আগেই জনিয়েছিলো, ২৮ শে অক্টোবর ভোট দিবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভোট দেওয়ার পর বাইডেনকে জিজ্ঞেস করা হয় কমলা জিতবেন কিনা? এর জবাবে বাইডেন বলেছেন, আমি মনে করি আমরা জিতব।

ইতিমধ্যেই আগাম ভোটদান শুরু হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কেউ সশরীরে গিয়ে ভোটদান করছেন, কেউ বা ভোট দিচ্ছেন ই-মেলের মাধ্যমে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আমেরিকার এই আগাম ভোটদান পর্ব।

এনবিসি নিউজের তথ্য বলছে, ২৮শে অক্টোবর পর্যন্ত ৪ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৭৮৭ জন আমেরিকান আগাম ভোটদান করেছেন। তাদের মধ্যে অধিকাংশই ই-মেলের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। অনেকে আবার সশরীরে বুথে গিয়েও ভোট দিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, আগাম ভোটদানে প্রচুর সংখ্যক মানুষের আগ্রহ কমলা হ্যারিসের পক্ষে লাভজনক হতে পারে।

অন্যদিকে, আগাম ভোট পর্বের সমালোচনায় মুখর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও রিপাবলিকান দলের পক্ষ থেকে যদিও আগাম ভোটদানের জন্য আমেরিকাবাসীকে উৎসাহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কমলাকে আগাম ভোট দিলেন বাইডেন

আপডেট সময় : ০৫:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

আগাম ভোট দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার নিজের রাজ্য ডেলাওয়ারের নিউ ক্যাসলে একটি ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন তিনি।

সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সে দেশের বহু বাসিন্দাই নির্ধারিত দিনের পূর্বে ভোটদানের জন্য আবেদন করে থাকেন। জো বাইডেনও ছিলেন সে তালিকায়। হোয়াইট হাউস আগেই জনিয়েছিলো, ২৮ শে অক্টোবর ভোট দিবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভোট দেওয়ার পর বাইডেনকে জিজ্ঞেস করা হয় কমলা জিতবেন কিনা? এর জবাবে বাইডেন বলেছেন, আমি মনে করি আমরা জিতব।

ইতিমধ্যেই আগাম ভোটদান শুরু হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কেউ সশরীরে গিয়ে ভোটদান করছেন, কেউ বা ভোট দিচ্ছেন ই-মেলের মাধ্যমে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আমেরিকার এই আগাম ভোটদান পর্ব।

এনবিসি নিউজের তথ্য বলছে, ২৮শে অক্টোবর পর্যন্ত ৪ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৭৮৭ জন আমেরিকান আগাম ভোটদান করেছেন। তাদের মধ্যে অধিকাংশই ই-মেলের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। অনেকে আবার সশরীরে বুথে গিয়েও ভোট দিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, আগাম ভোটদানে প্রচুর সংখ্যক মানুষের আগ্রহ কমলা হ্যারিসের পক্ষে লাভজনক হতে পারে।

অন্যদিকে, আগাম ভোট পর্বের সমালোচনায় মুখর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও রিপাবলিকান দলের পক্ষ থেকে যদিও আগাম ভোটদানের জন্য আমেরিকাবাসীকে উৎসাহিত করা হয়েছে।