বর্ষসেরা তরুণ ফুটবলার ইয়ামাল
- আপডেট সময় : ০৫:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
স্পেনের বিষ্ময়বালক বলা হয় লামিল ইয়ামালকে। সবশেষ স্পেনের ইউরো জয়ের পথে দারুণ ভূমিকা রেখেছেন এই তরুণ ফুটবলার। অবশেষে তিনিই জিতলেন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার।
ফ্রান্সের শহরে সোমবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মঞ্চে এলেন ডাচ কিংবদন্তি রুড খুলিত। ঘোষণা করলেন, ১৭ বছর বয়সী বার্সেলোনা তারকা এবারের কোপা ট্রফি বিজয়ী। এটি বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার। এই পুরস্কার শুধু অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের জন্য।
মঞ্চে বেশ হাসিমুখেই এসেছিলেন ইয়ামাল। হেরিবার্ট জানতে চাইলেন, সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অরজয়ী কে তিনি জানেন কি না? পেছনে স্ক্রিনে দেখানো হলো ২১ বছর বয়সে এই ট্রফিজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে। হেরিবার্ট ও দ্রগবা জানতে চাইলেন, ইয়ামাল চ্যালেঞ্জটা নিচ্ছেন কি না? ইয়ামাল লাজুক চোখে মাথা নেড়ে বোঝালেন, না। কিন্তু তাঁর প্রতিভা সে কথা বলে না। স্পেনের হয়ে ইউরো জয়ে দারুণ ভূমিকা রেখেছেন। ফ্রান্সের বিপক্ষে সেই বিষ্ময় গোল! বার্সার হয়ে রেকর্ড ভাঙছেন একের পর এক। ইয়ামাল এই পুরস্কারজয়ী প্রথম খেলোয়াড়, যার বয়স ১৮-এর নিচে।