‘৭ খুন মাফ’ ছবিতে অন্তরঙ্গ দৃশ্য করতে নারাজ ছিলেন প্রিয়াঙ্কা?
- আপডেট সময় : ১০:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
দেশের প্রায় সমস্ত পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর। সেই তালিকায় রয়েছেন বলিউডের সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘৭ খুন মাফ’ মুক্তি পেয়েছিল। সেখানে একসঙ্গে কাজ করেছিলেন অন্নু কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। কিন্তু অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুরের? সেই সময় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন তিনি। অন্নু কাপুর জানিয়েছেন যে, তাঁর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে যথেষ্ট স্বচ্ছন্দ ছিলেন না প্রিয়াঙ্কা।
এবার সম্প্রতি সেই সময়কার বিতর্ক আবারও উস্কে দিলেন অন্নু কাপুর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন যে, বিশাল তাঁকে জানিয়েছিলেন যে, প্রিয়াঙ্কা খুবই লাজুক প্রকৃতির। সেই কারণে চুম্বনের দৃশ্য সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন পরিচালক।
এএনআই-এর পডকাস্টে অন্নু কাপুর বলেন যে, “বিশাল আমায় জানিয়েছিলেন যে, প্রিয়াঙ্কা অত্যন্ত লাজুক প্রকৃতির। তো আমি ওঁকে বলেছিলাম যে, যদি প্রিয়াঙ্কা স্বচ্ছন্দবোধ না করেন, তাহলে ওই দৃশ্য রাখার কোনও প্রয়োজন নেই। কিন্তু আমায় উনি বলেন যে, কেন আমি সেই দৃশ্য সরিয়ে দেব। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি তো অত্যন্ত সিরিয়াস। সেটে আমি মস্করা করতে পছন্দ করি না। কম্বাইন্ড শটগুলো শেষ করেছিলাম। এবার আমি যখন সোলো শট দিয়েছিলাম, তখন অ্যাসিস্ট্যান্টরাও সন্তুষ্ট হয়েছিলেন।”
বর্ষীয়ান অভিনেতা আরও বলে চলেন, “আমার কাছে এটা স্পষ্ট ছিল যে, আমি হিরো হলে আমাকে নিয়ে প্রিয়াঙ্কার কোনও আপত্তি থাকত না। আর এদিকে দেখুন আমি রয়েছি। কোনও ব্যক্তিত্ব নেই, দেখতেও সুদর্শন নই, আর সেই কারণেই ওঁর সমস্যা হচ্ছিল। এটাই ওঁর অসন্তোষের কারণ। আমি জানি না কেন!”
২০১১ সালেও প্রিয়াঙ্কার এই সমস্যার কথা তুলে ধরেছিলেন অন্নু কাপুর। সেই সময় হিন্দুস্তান টাইমস-এর একটি বিবৃতিতে খোদ প্রিয়াঙ্কা জানিয়েছিলেন যে, “যদি উনি অন্তরঙ্গ দৃশ্য করতে চান এবং অত্যন্ত সস্তার মন্তব্য করেন, তাহলে ওর সেই ধরনের ছবিই করা উচিত। ওই ধরনের দৃশ্য আমাদের ছবির অংশ ছিল না। আমার মনে হয় না, উনি জানতেন যে, তাঁর মন্তব্য আমায় অস্বস্তিতে ফেলবে। কিন্তু ওর বক্তব্য আমায় অসন্তুষ্ট করেছিল। তিনি যেভাবে কথা বলেছিলেন, তা ভীষণই ভুল ছিল।”
প্রসঙ্গত রাস্কিন বন্ডের ‘সুজানস সেভেন হাজব্যান্ডস’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল ‘৭ খুন মাফ’ ছবিটি। এখানে অভিনয় করেছিলেন ভিভান শাহ, জন আব্রাহাম, নীল নিতিন মুকেশ, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ এবং ঊষা উত্থুপের মতো তারকারা। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘৭ খুন মাফ’ মুক্তি পেয়েছিল। সেখানে একসঙ্গে কাজ করেছিলেন অন্নু কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।