ঢাকায় চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ক্রিকেট খেলায় বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৮ উইকেটে হারিয়েছে আরব আমিরাত যুব দলকে।
টস জিতে আগে ব্যাট করে আরব আমিরাত দল ১৬৩ রানে অলআউট হয়। সফরকারী দলের মোহাম্মদ রায়ান খান সর্বোচ্চ ৪৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাদ ইসলাম রাজিন ৪টি ও রাফিউজ্জামান রাফি ৩টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে, অধিনায়ক আজিজুল হাকিম ও রিফাত বেগের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩৪ ওভার ১ বলেই জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।
রিফাত বেগ ৭১ রান করে আউট হলেও, অধিনায়ক আজিজুল ৭১ রানে অপরাজিত থাকেন। আগামীকাল মঙ্গলবার একই ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে ক্রিকেট ম্যাচ।