দেশের সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প দেখতে এসে এ কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারি উন্নয়ন প্রজেক্টের বরাদ্দ আর বাড়ানো হবে না। বর্তমান বরাদ্দ দিয়েই কাজ শেষ করতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন রাস্তায় আন্দোলন-বিক্ষোভ করা নিয়েও কথা বলেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাস্তা দখল করে আন্দোলন না করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা যানজট উল্লেখ করে কারা সংস্কার প্রকল্পে রাস্তা প্রশস্ত করা এবং পার্কিং সুবিধা বাড়ানোর নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকারের দুর্নীতি ও অনিয়ম থাকলে সেটা ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান সাবেক এ সেনা কর্মকর্তা।