নির্বাচনে জয় না পেয়েও প্রধানমন্ত্রী থাকছেন জাপানের শিগেরু
- আপডেট সময় : ০৫:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
নির্বাচনে জয় না পেলেও প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। নির্বাচনে বিরোধী দলের অবস্থান তার দলের থেকেও খারাপ হওয়ায় রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা এড়াতে দায়িত্ব পালন করে যেতে চান তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
গত মাসে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান ফুমিও কিশিদা। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শিগেরু ইশিবা। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ক্ষমতা গ্রহণের পরই পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সেই নির্বাচনে ভরাডুবি হয়েছে তার দল এলডিপির। তা সত্ত্বেও, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন ইশিবা।
ভোটাররা এলডিবিকে ‘কড়া শাস্তি’ দিয়েছে উল্লেখ করে ইশিবা বলেন নির্বাচনে দলের ভরাডুবির পেছনে নিয়ামক হিসেবে রয়েছে আর্থিক কেলেঙ্কারি নিয়ে ‘মানুষের সন্দেহ, অবিশ্বাস ও রাগ। দেশের অর্থনীতি ও রাজনীতিতে মৌলিক সংস্কার করার প্রতিশ্র“তিও দিয়েছেন তিনি।
সাংবাদিকদের ইশিবা বলেন, দেশ ও দেশের জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করে যেতে চান তিনি। নির্বাচনে দলের ভরাডুবির পেছনে নিয়ামক হিসেবে আর্থিক কেলেঙ্কারি নিয়ে ‘মানুষের সন্দেহ, অবিশ্বাস ও রাগ কে দায়ি করেন তিনি। এলডিপির বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠান থেকে পাওয়া তহবিল তছরুপের অভিযোগ এসেছে। এসব কারণে ইশিবার পূর্বসূরি ফুমিও কিশিদা পদত্যাগ করতে বাধ্য হন।
রোববারের নির্বাচনে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করেছে। ১৯৫৫ থেকে জাপানের শাসনভার বেশিরভাগ ক্ষেত্রেই এলডিপির কাছে থেকেছে।