মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন বোনমাতি
- আপডেট সময় : ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
স্পেন ও বার্সেলোনা মিডফিল্ডার আইতানা বোনমাতি জিতেছেন ২০২৪ সালের মেয়েদের ব্যালন ডি’অর। এবারের ৬৮তম ব্যালন ডি’অর আয়োজনে স্প্যানিশদের দাপটটা তুলে ধরলেন বোনমাতিও। এই নিয়ে টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জয় করলেন ২৬ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার। অন্যদিকে পুরুষদের হয়ে ব্যালন ডি’অর জিতেছেন স্প্যানিশ-সিটি ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি।
বোনমাতি গত ১৮ মাসে বিশ্বকাপের পাশাপাশি দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
বোনমাতি ব্যালন ডি’অর ট্রফিটি গ্রহণ করেন ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী নাটালি পোর্টম্যানের কাছ থেকে।
ট্রফি গ্রহণের পর বোনমাতি বলেন, ‘সব সময় বলেছি এটা এমন কিছু যা একা করা অসম্ভব। দারুণ কিছু খেলোয়াড় আমার আশপাশে থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করি। সতীর্থদের ধন্যবাদ তাঁদের ছাড়া এখানে আসতে পারতাম না।’
উল্লেখ্য, এই ভোটাভুটিতে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার নরওয়ে উইঙ্গার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন। অন্যদিকে তৃতীয় স্থান দখল করেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার সালমা পারালুয়েল্লা।