ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আল নাসরের বাদ পড়ার কারণই রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন প্রায় দুবছর হতে চলল। কিন্তু এখনো ক্লাবটিকে কোনো মেজর শিরোপা জেতাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। আক্ষেপ ঘোচানো তো দূরের কথা, রোনালদোর ব্যর্থতাতেই আরেকটা টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে নাসর।

গতকাল মঙ্গলবার রাতে সৌদি কিংস কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ আল আওয়াল পার্কে আল তাইয়ুনের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচের ৭১ মিনিটে ওয়ালিদ আল আহমেদের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েন রোনালদোরা। একইসঙ্গে টুর্নামেন্ট থেকেও বিদায় ঘণ্টা বাজতে থাকে নাসরের।

তবে টুর্নামেন্টে টিকে থাকার ভালো সুযোগ এসেছিল স্তেফানো পিওলির দলের সামনে। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পেয়েছিল নাসর। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। আল নাসর অধিনায়কের পেনাল্টি শট ক্রসবারের ওপর দিয়ে যায়। একই সঙ্গে ১-০ গোলের হারে টুর্নামেন্ট থেকেও বিদায় নিশ্চিত হয় রোনালদোদের।

অথচ সৌদির ক্লাবটিতে নাম লেখানোর পর থেকে এ ম্যাচের আগে নেওয়া টানা ১৮ পেনাল্টিতেই জাল খুঁজে পেয়েছেন রোনালদো। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে গোল করতে ব্যর্থ হলেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। গত সেপ্টেম্বরে লুইস কাস্ত্রোর পরিবর্তে আল নাসরের কোচ হওয়ার পর এই প্রথম হারের স্বাদ পেলেন স্তেফানো পিওলি।

ম্যাচ শেষে ইতালিয়ান এ কোচ বলেছেন, ‘কৌশলগতভাবে আমরাই ভালো খেলেছি। কিন্তু আমরা ম্যাচটা জিততে পারিনি। টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় আমরা হতাশ। তবে (এ মৌসুমে) আমাদের এখনো দুটি ট্রফি সামনে আছে, আমরা ওই দুটোর জন্য আমাদের সেরাটা দেব।’

নাসর কোচ যে দুটি ট্রফির কথা বলেছেন, তার একটা প্রো লিগের শিরোপা। কিন্তু প্রো লিগেও রোনালদোরা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। প্রতিযোগিতার সবে ৮ রাউন্ড শেষ হয়েছে, এরই মধ্যে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তালিকার তিনে আছে নাসর। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৭ পয়েন্ট রোনালদোদের।

নিউজটি শেয়ার করুন

আল নাসরের বাদ পড়ার কারণই রোনালদো

আপডেট সময় : ০১:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন প্রায় দুবছর হতে চলল। কিন্তু এখনো ক্লাবটিকে কোনো মেজর শিরোপা জেতাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। আক্ষেপ ঘোচানো তো দূরের কথা, রোনালদোর ব্যর্থতাতেই আরেকটা টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে নাসর।

গতকাল মঙ্গলবার রাতে সৌদি কিংস কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ আল আওয়াল পার্কে আল তাইয়ুনের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচের ৭১ মিনিটে ওয়ালিদ আল আহমেদের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েন রোনালদোরা। একইসঙ্গে টুর্নামেন্ট থেকেও বিদায় ঘণ্টা বাজতে থাকে নাসরের।

তবে টুর্নামেন্টে টিকে থাকার ভালো সুযোগ এসেছিল স্তেফানো পিওলির দলের সামনে। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পেয়েছিল নাসর। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। আল নাসর অধিনায়কের পেনাল্টি শট ক্রসবারের ওপর দিয়ে যায়। একই সঙ্গে ১-০ গোলের হারে টুর্নামেন্ট থেকেও বিদায় নিশ্চিত হয় রোনালদোদের।

অথচ সৌদির ক্লাবটিতে নাম লেখানোর পর থেকে এ ম্যাচের আগে নেওয়া টানা ১৮ পেনাল্টিতেই জাল খুঁজে পেয়েছেন রোনালদো। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে গোল করতে ব্যর্থ হলেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। গত সেপ্টেম্বরে লুইস কাস্ত্রোর পরিবর্তে আল নাসরের কোচ হওয়ার পর এই প্রথম হারের স্বাদ পেলেন স্তেফানো পিওলি।

ম্যাচ শেষে ইতালিয়ান এ কোচ বলেছেন, ‘কৌশলগতভাবে আমরাই ভালো খেলেছি। কিন্তু আমরা ম্যাচটা জিততে পারিনি। টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় আমরা হতাশ। তবে (এ মৌসুমে) আমাদের এখনো দুটি ট্রফি সামনে আছে, আমরা ওই দুটোর জন্য আমাদের সেরাটা দেব।’

নাসর কোচ যে দুটি ট্রফির কথা বলেছেন, তার একটা প্রো লিগের শিরোপা। কিন্তু প্রো লিগেও রোনালদোরা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। প্রতিযোগিতার সবে ৮ রাউন্ড শেষ হয়েছে, এরই মধ্যে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তালিকার তিনে আছে নাসর। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৭ পয়েন্ট রোনালদোদের।