ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

উত্তরায় যৌথবাহিনীর অভিযান, ‘শীর্ষ সন্ত্রাসী’ আলতাফ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে উত্তরার বাইদা বস্তি থেকে পাঁচ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর এই আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। অভিযানে উদ্ধার হয় বেশ কিছু দেশি অস্ত্র। পাওয়া গেছে ৪টি জার্মান শেফার্ড।

উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদা বস্তির ২৩ নম্বর ঘরে পাওয়া ৪টি শেফার্ডের মালিক আলতাফ। ধারণা করা হচ্ছে, আত্মরক্ষার জন্যই এদের সঙ্গে রাখতেন আলতাফ।

গেল কয়েকদিন ধরে রাজধানীতে অপরাধীদের বিরুদ্ধে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। ছিনতাইকারী মাদক কারবারিসহ গ্রেপ্তার হয়েছে কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মাঝরাতে রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেনকে। ঠোঁটকাটা আলতাফ নামেই যত কুখ্যাতি তার। অভিযান পরিচালনা করে সেনাবাহিনী,র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে- মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে আলতাফ হোসেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তরা পূর্ব থানা থেকে তারই নেতৃত্বে বেশ কিছু অস্ত্র লুট হয়। মাদক ব্যবসা-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দশটিরও বেশি মামলা রয়েছে।

সিও, ৫ এডি রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় টিম, সাথে র‌্যাব এবং পুলিশের টিম সাথে র‌্যাবের ডগ স্কোয়াড। একটি সম্মিলিত অভিযান পরিচালনা করছি আমরা। আমাদের যে তথ্য রয়েছে সে অনুযায়ী, তিনটি বস্তিতেই আমরা সার্চ অপারেশন করব। তবে আপনারা দেখেছেন আমরা সাসপেক্টেড আসামিকে অ্যারেস্ট করতে পেরেছি। পাশাপাশি কিছু দেশীয় অস্ত্র ও মাদক পাওয়া গিয়েছে।’

অভিযানে আলতাফ হোসেনের কথিত আস্তানা থেকে তার কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গেল কয়েকদিনে যৌথ বাহিনীর অভিযানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজধানীকে সন্ত্রাসমুক্ত করতে এই অভিযান চলবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় যৌথবাহিনীর অভিযান, ‘শীর্ষ সন্ত্রাসী’ আলতাফ আটক

আপডেট সময় : ০১:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

এবার রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে উত্তরার বাইদা বস্তি থেকে পাঁচ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর এই আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। অভিযানে উদ্ধার হয় বেশ কিছু দেশি অস্ত্র। পাওয়া গেছে ৪টি জার্মান শেফার্ড।

উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদা বস্তির ২৩ নম্বর ঘরে পাওয়া ৪টি শেফার্ডের মালিক আলতাফ। ধারণা করা হচ্ছে, আত্মরক্ষার জন্যই এদের সঙ্গে রাখতেন আলতাফ।

গেল কয়েকদিন ধরে রাজধানীতে অপরাধীদের বিরুদ্ধে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। ছিনতাইকারী মাদক কারবারিসহ গ্রেপ্তার হয়েছে কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মাঝরাতে রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেনকে। ঠোঁটকাটা আলতাফ নামেই যত কুখ্যাতি তার। অভিযান পরিচালনা করে সেনাবাহিনী,র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে- মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে আলতাফ হোসেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তরা পূর্ব থানা থেকে তারই নেতৃত্বে বেশ কিছু অস্ত্র লুট হয়। মাদক ব্যবসা-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দশটিরও বেশি মামলা রয়েছে।

সিও, ৫ এডি রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় টিম, সাথে র‌্যাব এবং পুলিশের টিম সাথে র‌্যাবের ডগ স্কোয়াড। একটি সম্মিলিত অভিযান পরিচালনা করছি আমরা। আমাদের যে তথ্য রয়েছে সে অনুযায়ী, তিনটি বস্তিতেই আমরা সার্চ অপারেশন করব। তবে আপনারা দেখেছেন আমরা সাসপেক্টেড আসামিকে অ্যারেস্ট করতে পেরেছি। পাশাপাশি কিছু দেশীয় অস্ত্র ও মাদক পাওয়া গিয়েছে।’

অভিযানে আলতাফ হোসেনের কথিত আস্তানা থেকে তার কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গেল কয়েকদিনে যৌথ বাহিনীর অভিযানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজধানীকে সন্ত্রাসমুক্ত করতে এই অভিযান চলবে বলেও জানানো হয়।