ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সবার আগে দরকার নির্বাচনী সংস্কার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। তিনি বলেন, সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা বিভিন্ন দলের নেতারা। নেতারা দাবি করেন, রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না, জনগণের অধিকার আদায়ে তারা সব সময় আন্দোলনে থাকে। আবেগের বশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না।’

সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল। তিনি বলেন, ‘অন্য সংস্কারের আগে দরকার নির্বাচনি সংস্কার।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, অন্যান্য বিষয়ে নজর না দিয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে। এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টের মূল হোতা পালালেও কাঠামো এখনো তাদেরই রয়ে গেছে। ১৯৭২ সাল থেকেই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন।’

নিউজটি শেয়ার করুন

সবার আগে দরকার নির্বাচনী সংস্কার: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। তিনি বলেন, সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা বিভিন্ন দলের নেতারা। নেতারা দাবি করেন, রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না, জনগণের অধিকার আদায়ে তারা সব সময় আন্দোলনে থাকে। আবেগের বশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না।’

সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল। তিনি বলেন, ‘অন্য সংস্কারের আগে দরকার নির্বাচনি সংস্কার।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, অন্যান্য বিষয়ে নজর না দিয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে। এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টের মূল হোতা পালালেও কাঠামো এখনো তাদেরই রয়ে গেছে। ১৯৭২ সাল থেকেই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন।’