ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা, সেরা গোলরক্ষক রুপ্না

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেফারির শেষ বাঁশি। মুহূর্তেই দশরথের মাঠে বাংলাদেশ টেন্টে সবার ভোঁ-দৌড়। একে অন্যকে জড়িয়ে ধরছেন খেলোয়াড়রা। আনন্দের আতিশয্যে কেউ কেউ সতীর্থকে কোলে তুলে নিচ্ছেন। টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার আনন্দ তো এরকমই হওয়া স্বাভাবিক!

মাঠের মতো পুরস্কারের মঞ্চেও দারুণ জয়জয়কার বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। অ্যাটাকিং মিডফিল্ডার ঋতুপর্ণা পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। নেপালের বিপক্ষে বাংলাদেশের ফাইনালেও জয়ের নায়ক এই ঋতুপর্ণা। তার গোলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।

টুর্নামেন্ট সেরার পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন ঋতুপর্ণা। বাংলাদেশ চ্যাম্পিয়ন ও নিজের স্বীকৃতির প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘ভালো লাগছে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি গোল করেছি এবং পুরস্কার পাওয়াতে খুশি লাগছে। এতে আমার পরিবারও অনেক খুশি হবে।’

বাংলাদেশের সাফল্যের নেপথ্যে আরেকজন গোলরক্ষক রুপ্না চাকমা। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি বাংলাদেশের আস্থার প্রতীক ছিলেন। চার ম্যাচে মাত্র দুই গোল হজম করেছে বাংলাদেশ। ২০২২ সালের সাফেও তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন।

সাফে টানা দ্বিতীয়বার সফল অভিযান শেষে বাংলাদেশ দল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর সোয়া ২টায় ঢাকায় পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা, সেরা গোলরক্ষক রুপ্না

আপডেট সময় : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

রেফারির শেষ বাঁশি। মুহূর্তেই দশরথের মাঠে বাংলাদেশ টেন্টে সবার ভোঁ-দৌড়। একে অন্যকে জড়িয়ে ধরছেন খেলোয়াড়রা। আনন্দের আতিশয্যে কেউ কেউ সতীর্থকে কোলে তুলে নিচ্ছেন। টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার আনন্দ তো এরকমই হওয়া স্বাভাবিক!

মাঠের মতো পুরস্কারের মঞ্চেও দারুণ জয়জয়কার বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। অ্যাটাকিং মিডফিল্ডার ঋতুপর্ণা পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। নেপালের বিপক্ষে বাংলাদেশের ফাইনালেও জয়ের নায়ক এই ঋতুপর্ণা। তার গোলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।

টুর্নামেন্ট সেরার পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন ঋতুপর্ণা। বাংলাদেশ চ্যাম্পিয়ন ও নিজের স্বীকৃতির প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘ভালো লাগছে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি গোল করেছি এবং পুরস্কার পাওয়াতে খুশি লাগছে। এতে আমার পরিবারও অনেক খুশি হবে।’

বাংলাদেশের সাফল্যের নেপথ্যে আরেকজন গোলরক্ষক রুপ্না চাকমা। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি বাংলাদেশের আস্থার প্রতীক ছিলেন। চার ম্যাচে মাত্র দুই গোল হজম করেছে বাংলাদেশ। ২০২২ সালের সাফেও তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন।

সাফে টানা দ্বিতীয়বার সফল অভিযান শেষে বাংলাদেশ দল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর সোয়া ২টায় ঢাকায় পৌঁছাবে।