এক বছরে ইসরাইলের ৭৭২ জন সেনা নিহত
- আপডেট সময় : ০২:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৩৩৮ বার পড়া হয়েছে
গত এক বছরে গাজা, ইসরাইল ও লেবাননে ইসরাইলের ৭৭২ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সবশেষ মঙ্গলবার (২৯শে অক্টোবর) উত্তর গাজায় সংঘর্ষে আহত হয়ে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ২৫ বছর বয়সী এই সেনা ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। গত ১৯শে অক্টোবর গাজা উপত্যকার উত্তরে সংঘর্ষে আহত হন এবং পরে মারা যান তিনি।
ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য মতে, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজা, লেবানন এবং ইসরাইলে এ পর্যন্ত অন্তত ৭৭২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
গত বছরের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরাইলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরাইলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরাইল। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরাইলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরাইলি বন্দি রয়েছে।
এক বছর পর এই যুদ্ধ শুধু আর গাজায় সীমাবদ্ধ নেই। এখন লেবাননে স্থল হামলার সঙ্গে বিমান হামলা জারি রেখেছে ইসরাইল। সেখানেও নিহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।