আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আর মাত্র ছয় দিন বাকি। এরই মধ্যে ভোটারদের উদ্দেশে সমাপনী বক্তব্য দিয়ে ফেলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে পেনসিলভানিয়ায় সমাপনী বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘চার বছর আগের তুলনায় আপনারা কি এখন ভালো অবস্থায় আছেন?’
এরপরই তিনি একের পর এক প্রতিশ্রুতি দিতে শুরু করেন। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, তিনি পুনরায় প্রেসিডেন্ট হলে মুদ্রাস্ফীতি কমাবেন এবং অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ করে দেবেন।
তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘কমলা আমাদের লজ্জিত করেছে। তাঁর মধ্যে নেতৃত্বের যোগ্যতা বলতে কিছু নেই।’
জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘আপনার ভোট দেবেন। কারণ তারা (কমলা হ্যারিস) ভোট কারচুপি করবে, ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’
বিবিসি জানিয়েছে, ট্রাম্প ভোট কারচুপির দাবি করলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। তবে বক্তব্য দেওয়ার সময় পেনসিলভেনিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টির একটি ঘটনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, সেখানকার কর্মকর্তারা ভোটার নিবন্ধন ফরম তদন্ত করে দেখেছেন, সেটি জাল হওয়ার আশঙ্কা রয়েছে।