মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে ইসরাইলকে নতুন প্রস্তাব
- আপডেট সময় : ০২:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে আবারও ইসরাইলের সাথে আলোচনা করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও আমেরিকা। কাতারের রাজধানী দোহায় এক বৈঠকে ইসরাযইল ও কাতারের কর্মকর্তাদের সাথে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির একটি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন সিআইএ পরিচালক বিল বার্নস। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
বৈঠকে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়ার। প্রস্তাবিত চুক্তিতে ২৮ দিনের জন্য সংঘাত বন্ধ করার কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই সময়ে আট জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে কয়েক ডজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
যুদ্ধবিরতির এ আলোচনার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উপস্থিত পক্ষগুলো একটি নতুন একক কাঠামো নিয়ে আলোচনা করেছে। এটি পূর্ববর্তী প্রস্তাবগুলোকে সংহত করে এবং অঞ্চলের প্রধান বিষয় ও সাম্প্রতিক উন্নয়ন বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে।
তবে এ চুক্তিতে হামাস সম্মত হবে না বলেই ধারণা বিশ্লেসকদের। কারণ গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও যুদ্ধের সমাপ্তি চায় হামাস।