জেলে গিয়ে দেখেছি মানুষের আলাদা আলাদা গল্প: পরীমনি
- আপডেট সময় : ০৩:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। মাদক মামলায় এই নায়িকাকে এক সময় জেলে পর্যন্ত যেতে হয়েছিল। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের অনুষ্ঠানে জেল জীবন নিয়ে কথা বলেছেন পরী। জেলে থেকে প্রচুর গালিগালাজ শিখেছেন বলেও জানান এই নায়িকা।
জেলজীবন প্রসঙ্গে পরীমনি বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।
পরী আরও বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’
নায়িকা বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্কও সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম, তখন অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!
পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান।