ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় বলে জানা গেছে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তুলারামপুরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হান্নু তরফদারের বাড়িতে কয়েকজন হানা দেন। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে চিৎকারে গ্রামের আশপাশের লোকজন পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এ সময় তাদের মধ্যে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক পরিবারের গরু চুরির ঘটনা ঘটেছে। মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারাও দিচ্ছে। রাতে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় বলে জানা গেছে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তুলারামপুরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হান্নু তরফদারের বাড়িতে কয়েকজন হানা দেন। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে চিৎকারে গ্রামের আশপাশের লোকজন পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এ সময় তাদের মধ্যে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক পরিবারের গরু চুরির ঘটনা ঘটেছে। মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারাও দিচ্ছে। রাতে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।