‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি হতে দেবো না’
- আপডেট সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা লক্ষ্য রাখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।
এসময় তিনি বলেন, আমরা বারে বারে বলেছি, অবশ্যকীয় যেসব জিনিস মানুষের প্রয়োজন হয় তার ঘাটতি আমরা হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো। উপদেষ্টা বলেন, কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখবো।
এসময় আমেরিকায় আপনার কী ঝামেলা হয়েছিল সেটা মানুষ জানতে চায় সাংবাদিকদেও এমন প্রশ্নের জবাবে তিনি বলে, আমি সেটা বলবো না। টাকা পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে পরে জানানো হবে বলে জানান তিনি ।