ক্ষমতায় আসার আগেই গাজা যুদ্ধের অবসান চান ট্রাম্প
- আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৭১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই গাজা যুদ্ধের অবসান চান বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনা সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
ট্রাম্প প্রশাসনের একজন সাবেক কর্মকর্তা এবং একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, গত জুলাই মাসে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তাঁর ফ্লোরিডা মার-এ-লাগো রিসোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এ কথা বলেছিলেন।
ট্রাম্প ওই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, নির্বাচনে জয়ী হলে এবং হোয়াইট হাউসে পুনরায় ফেরার আগেই যেন এই সংঘাত শেষ হয়।
সূত্র জানায়, ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে দ্রুত যুদ্ধজয়ের আহ্বান জানালেও এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমা নিয়ে কথা হলো। তবে নেতানিয়াহুকে ট্রাম্প কোনো নির্দিষ্ট শর্ত দেননি বলে জানান সাবেক মার্কিন কর্মকর্তা।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলা চলছেই। গত এক বছর ধরে অব্যাহত হামলায় গাজায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।