‘চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না’
- আপডেট সময় : ১১:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সকল সংস্কার কাজ রয়েছে, তা বেশ সময়সাপেক্ষ। জনগণের সমর্থন ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া সংস্কার টেকসই হবে না। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের কাজ দ্রুত করা যাবে না।
আজ বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
কেন দ্রুত নির্বাচন চান? এর ব্যাখ্যায় তিনি বলেন, দ্রুত চাই এজন্য যে নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না। সেজন্য আমরা মনে করি এক হচ্ছে সংস্কার করতে হবে, তা নিয়ে যাবে পার্লামেন্টে, সেইভাবে অনুমোদন করা হবে। ডিভেট করে সেখানে তা পাস করাতে হবে। এবং তাদের জনপ্রতিনিধিকে গ্রহণ করিয়ে সেটা করতে হবে। সুতরাং নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল।
মির্জা ফখরুল বলেন, মানুষের মধ্যে নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময়টা সর্তকর্তার সাথে অতিক্রম করতে হবে৷ অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে। আশা করি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা এমন কোন কথা বলবেন না, যেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়৷
তিনি আরও বলেন, সংস্কারের কথা আমরা ২ বছর আগেই বলেছি। নতুন রাষ্ট্র কাঠামোর কথা আমরা ৩১ দফার মধ্যে ছিল। দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। অন্তর্বতী সরকারকে শুধুমাত্র নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচনের পরিবেশ তৈরির এক দায়িত্ব দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জেএসডির সভাপতি আসম আবদুর রবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির তানিয়া রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।