দেশে ফিরলেন দক্ষিণ এশিয়ার রানিরা
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৪:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
টানা দ্বিতীয়বারের মতো সাফ জয় করে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
সাফজয়ীদের বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুত সংশ্লিষ্টরা। দুপুরেই বিমানবন্দরে পৌঁছে যায় ছাদ খোলা বাস। এই বাসে করেই সংবর্ধনা নিতে নিতে বিভিন্ন রুট ঘুরে বাফুফেতে আসবেন সাবিনারা।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।
এর আগে, ২০২২ সালে বিআরটিসির ছাদ খোলা বাসেই সাবিনারা এসেছিলেন বিমানবন্দর থেকে বাফুফে ভবন। গতবার এই ব্যয় বহন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার সেটা বাফুফে করছে।