পাচারের অর্থ ফেরাতে পাশে থাকবে যুক্তরাষ্ট্র-আইএমএফ
- আপডেট সময় : ০৩:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে তৎপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছেন গভর্নর আহসান এইচ মনসুর। অর্থ ফিরিয়ে আনতে কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান।
বিভিন্ন দেশি-বিদেশি গবেষণা সংস্থার তথ্যমতে, শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হয় প্রায় ১৪ লাখ কোটি টাকা। বিদেশে পাচার হওয়া এসব অর্থ দেশে ফেরত আনতে টাস্কফোর্স পুনর্গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আইএমএফের বার্ষিক সাধারণ সভা শেষে বিশ্বব্যাংক, এডিবি, আইএফসিসহ বিভিন্ন দক্ষ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পাচারের অর্থ ফেরাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় এসব সংস্থা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘পাচার করা অর্থ দেশে ফেরাতে কী করণীয় তা নির্দিষ্ট করতে আমাদের কারিগরি জ্ঞানের অভাব রয়েছে। এ কারণেই বারবার আন্তর্জাতিক সহযোগিতার কথা বলা হচ্ছে।’
বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আসার উদাহরণ নেই বললেই চলে। তবে গভর্নরের নেতৃত্বে টাস্কফোর্স এসব অর্থ ফেরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান মুখপাত্র। হুসনে আরা শিখা আরও বলেন, ‘অর্থ ফেরত আনতে বিদেশি সংস্থাগুলোর কারিগরি দক্ষতা কাজে লাগাতে হবে। তারা এখানে এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমাদেরকে সহযোগিতার জন্য নির্দিষ্ট করা দেবেন।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, পাচার হওয়া টাকা পুনরুদ্ধার করতে অনেক কৌশলী হতে হবে। কারণ যারা পাচার করে তারা এ দেশেই টাকা ডলারে কনভার্ট করে। এরপর তারা পাচার করে।
পাচার করা অর্থ উদ্ধারে করা মামলার কাজ শেষ করতে বিভিন্ন বাধা দূর করার পাশাপাশি, সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ এবং অভ্যন্তরীণ সমন্বয়ের ওপর গুরুত্ব দেবে টাস্কফোর্স।