কিমের সেনারা যুদ্ধে এলে ব্যাগে করে ফেরত যাবে মরদেহ: যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়ার যেসব সেনা ইউক্রেন যুদ্ধ করতে গেছেন তাদের মরদেহ ব্যাগে করে ফেরত পাঠানো হবে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড। স্থানীয় সময় বুধবার তিনি এ হুঁশিয়ারি দেন।
মার্কিন নিরাপত্তা পরিষদকে রবার্ট উড বলেন, ‘উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধে গেলে নিশ্চিতভাবে তাদের মরদেহ ব্যাগে করে ফেরত পাঠানো হবে। তাই আমি চেয়ারম্যান কিমকে এই ধরনের বেপরোয়া ও বিপজ্জনক আচরণে জড়িয়ে পড়ার বিষয়ে দুবার ভাবতে পরামর্শ দেব।’
সম্প্রতি আমেরিকা জানিয়েছে, রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে উত্তর কোরিয়ার কমপক্ষে তিন হাজার সেনা। দেশটির আশঙ্কা, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে উত্তর কোরিয়ার সেনারা।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধের জন্য ১০ হাজার সেনা সদস্য পাঠাতে চায় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পক্ষেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া এবং উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তাদের রাজনৈতিক ও সামরিক সংশ্লিষ্টতা বাড়িয়েছে। অভিযোগ উঠেছে, ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করছে।
রাশিয়ার জন্য উত্তর কোরিয়ার সেনা পাঠালে ইউক্রেন যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন সংশ্লিষ্টরা