৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে তাইওয়ান। ক্যাটাগরি ৪ মাত্রার সুপার টাইফুন ‘কং-রে’ দেশটির পূর্ব উপকূলে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন বহু গ্রাহক। ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। পরিস্থিতি মোকাবিলায় একদিনের ছুটি ঘোষণা করেছে তাইওয়ান সরকার। এদিকে, ইউরোপের দেশ স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। হতাহতদের স্মরণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি সরকার।
শক্তিশালী সুপার টাইফুন 'কং-রে'-এর আঘাতে তাইওয়ানের দক্ষিণাঞ্চলজুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ২৪ ঘণ্টার ব্যবধানে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাইওয়ানের পূর্বাঞ্চলের বেশিরভাগ বাসিন্দা। ভূমিধসে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় তাইওয়ানের পূর্ব উপকূলের তাইতুং ও হুয়ালিয়েন প্রদেশের পাহাড়ি অঞ্চলে আঘাত হানে টাইফুনটি। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার। যা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। ঝড়ের প্রভাবে বাতিল হয়ে গেছে ৩ শতাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। গোটা তাইওয়ানে একদিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
ঝড়ের বিপর্যয় মোকাবিলায় ৩৬ হাজার উদ্ধারকর্মী নিয়োগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঝুঁকিপূর্ণ অঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে। গাছ ভেঙ্গে ও ভূমিধসে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, পাঁচ দশকের বেশি সময়ের মধ্যে অতিবৃষ্টিতে প্রাণঘাতী আকস্মিক বন্যার কবলে পড়ে স্পেনবাসী। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে মারা গেছেন বহু মানুষ। এখনো নিখোঁজ বহু মানুষ। প্রবল বৃষ্টিতে ভেসে গেছে সেতু, সড়ক, ভবন ও বিভিন্ন স্থাপনা। বাসিন্দারা আশ্রয় নিয়েছে বাড়ির ছাদে।
বন্যাক্রান্ত একজন বলেন,‘এক মুহূর্তের মধ্যেই আমরা সব হারিয়ে ফেলেছি। বুক পর্যন্ত পানি ভেঙে পরিবার নিয়ে একটি হোটেলে আশ্রয় নিয়েছি।’ বন্যায় হতাহতের জন্য স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ। বন্যায় হতাহতদের স্মরণে দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়। ১৯৭৩ সালে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল ইউরোপের এই দেশটি। ওই বন্যায় স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছিল।