টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয়ের জন্য বাংলাদেশের নারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। নারী সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং এই অর্জন বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।
তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।’
এদিকে, সাফ নারী ফুটবলে নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় বিএনপির পক্ষ থেকে বলা হয়, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। নেপালকে আজ আবার কাঁদিয়ে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখেছেন লাল–সবুজের অদম্য মেয়েরা। এই বিজয়ে আমরা সবাই উচ্ছসিত, দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস, বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করেন, তারা এই ফুটবলের শিরোপা অর্জন ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর উন্নতি করবেন এবং বাংলাদেশের ফুটবলের গৌরব ফিরে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরো গঠন মূলক ভূমিকা রাখবেন।