১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
- আপডেট সময় : ০৪:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৪৬ বার পড়া হয়েছে
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এ কর্মসূচির কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে এ যৌথসভা করে বিএনপি। ঘণ্টাব্যাপী চলা এ সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে সকল ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ। তাই ৭ নভেম্বরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে বিএনপি। ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করা যায়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, যৌক্তিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার।
কর্মসূচি
৭ নভেম্বর সকাল ৬টায় সারা দেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, বিকেলে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬ নভেম্বর আলোচনা সভা। ৮ নভেম্বর রাজধানীতে র্যালী অনুষ্ঠিত হবে, এদিন জেলা ও বিভাগীয় পর্যায়ে র্যালী হবে। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন নিজেদের মতো আলাদা করে কর্মসূচি করবেন। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে জেলা পর্যায়ে কর্মসূচি পালন করতে পারবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। দলের পক্ষে থেকে জানানো হয়, যৌথ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা, ঢাকা বিভাগের সব মহানগর ও জেলা সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।