ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ২৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়ার পর চলতি বছর এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৭ জনে। একই সময়ে নতুন আক্রান্তদের নিয়ে বছরের মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৬১ হাজার ৮১৭ জনে পৌঁছেছে।

ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৯৭ জন রোগী, যার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ছিল বেশিরভাগ। এছাড়া বিভাগভিত্তিক ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১০৫ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১২৪ জন, রাজশাহীতে ৬৭ জন, ময়মনসিংহে ৪৪ জন, রংপুরে ২৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৭ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৮১৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৪২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ১৮ জন, ঢাকা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এবং রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ২৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়ার পর চলতি বছর এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৭ জনে। একই সময়ে নতুন আক্রান্তদের নিয়ে বছরের মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৬১ হাজার ৮১৭ জনে পৌঁছেছে।

ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৯৭ জন রোগী, যার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ছিল বেশিরভাগ। এছাড়া বিভাগভিত্তিক ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১০৫ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১২৪ জন, রাজশাহীতে ৬৭ জন, ময়মনসিংহে ৪৪ জন, রংপুরে ২৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৭ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৮১৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৪২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ১৮ জন, ঢাকা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এবং রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।