নেতানিয়াহু নিহত হবেন ইসরায়েলির হাতে দাবি কাসেমের
- আপডেট সময় : ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন নাঈম কাসেম। নিয়োগ পাওয়ার পরেই হুঙ্কার দিলেন নাঈম কাসেম। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (২৮ অক্টোবর) হিজবুল্লাহ প্রধান হিসেবে নাঈম কাসেমের নাম ঘোষণা করা হয়। এরপরেই প্রথমবারের মতো বুধবার ভাষণ দেন কাসেম। বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহুকে একজন ইসরায়েলি হত্যা করবে বলে দাবি করেন কাসেম।
চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় হিজবুল্লাহ। কাসেম বলেন, নেতানিয়াহুর রুম পর্যন্ত আমরা ড্রোন পৌঁছাতে সক্ষম হয়েছি। এইবার নেতানিয়াহু বেঁচে গেছেন কিন্তু সম্ভবত তার সময় এখনও আসেনি।
তিনি আরও বলেছেন, শত্রুকে অবশ্যই জানতে হবে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটানো যাবে না।
পূর্বে রেকর্ডকৃত ভাষণে কাসেম উল্লেখ করেছেন, গ্রহণযোগ্য শর্তের মাধ্যমে হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি আছে।