সারাদেশে খাল পরিষ্কার কার্যক্রম শুরু
- আপডেট সময় : ১২:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৩৬৯ বার পড়া হয়েছে
৬৪ জেলায় একযোগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। এই অভিযান ১৫ দিন পর্যন্ত চলবে। রাজধানীতে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠানে এই কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ (শুক্রবার, ১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁও এলাকার ত্রিমোহনী ঈদগাঁ মাঠে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তিনি খাল উদ্ধার করে দুই পাশে গাছ লাগানোর জন্য সবাইকে অনুরোধ জানা।
শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে সারাদেশে খাল ও জলাশয় পরিচ্ছন্নতা অভিযানের আওতায় ঢাকা জেলার রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রামপুরার ত্রিমোহনী এলাকায় সকালে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কাজ শুরু হয়।
এ সময় পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘৬৪ জেলায় ৬৪ খাল পরিষ্কারের দায়িত্ব আমি নেইনি। এটি নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টার মতো যুব সমাজ। বয়স্করা চিন্তা করে বাক্সের ভেতরে। যুবকরা চিন্তা করে বাক্সের বাইরে। ১৫ দিন এই কাজ অব্যাহত থাকবে। যে এই রামপুরা জিরানী খাল আবার দূষণ দখলের চেষ্টা করবে, তাকে প্রতিহত করবে স্থানীয়রাই, সে জন্য কমিটি করে দেওয়া হবে।’