ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কমলার সমাবেশে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন উপলক্ষে দুই দলই জোর প্রচারণা চালাচ্ছে। প্রচারণার অংশ হিসেবে এবার ডেমোক্রেট পদপ্রার্থী কমলা হ্যারিসের সমাবেশে দেখা গেছে মার্কিন পপতারকা জেনিফার লোপেজকে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে, যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে কমলার এই সমাবেশ হয়। কমলার সমাবেশে জেনিফার লোপেজ বলেছেন, ‘আমি নারীর শক্তিতে বিশ্বাস করি…এই নির্বাচনে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা নারীদের আছে।’

ক্যারিয়ারে অনেক মঞ্চেই পারফর্ম করেছেন লোপেজ। তবে বৃহস্পতিবার রাতের এই সমাবেশ-মঞ্চকে তার জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ’ বলে অভিহিত করেন তিনি।

সমাবেশে ল্যাটিনোদের শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ল্যাটিনোদের শক্তিতে বিশ্বাস করি।’

লোপেজকে তার সময়ের সবচেয়ে প্রভাবশালী ল্যাটিনো বিনোদন-তারকা হিসেবে গণ্য করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে নেভাদাকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য বিবেচনা করা হচ্ছে। এ কারণেই ভোট টানতে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে নেভাদার সমাবেশে লোপেজকে হাজির করেছে কমলা শিবির। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

কমলার সমাবেশে জেনিফার লোপেজ

আপডেট সময় : ০১:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন উপলক্ষে দুই দলই জোর প্রচারণা চালাচ্ছে। প্রচারণার অংশ হিসেবে এবার ডেমোক্রেট পদপ্রার্থী কমলা হ্যারিসের সমাবেশে দেখা গেছে মার্কিন পপতারকা জেনিফার লোপেজকে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে, যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে কমলার এই সমাবেশ হয়। কমলার সমাবেশে জেনিফার লোপেজ বলেছেন, ‘আমি নারীর শক্তিতে বিশ্বাস করি…এই নির্বাচনে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা নারীদের আছে।’

ক্যারিয়ারে অনেক মঞ্চেই পারফর্ম করেছেন লোপেজ। তবে বৃহস্পতিবার রাতের এই সমাবেশ-মঞ্চকে তার জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ’ বলে অভিহিত করেন তিনি।

সমাবেশে ল্যাটিনোদের শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ল্যাটিনোদের শক্তিতে বিশ্বাস করি।’

লোপেজকে তার সময়ের সবচেয়ে প্রভাবশালী ল্যাটিনো বিনোদন-তারকা হিসেবে গণ্য করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে নেভাদাকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য বিবেচনা করা হচ্ছে। এ কারণেই ভোট টানতে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে নেভাদার সমাবেশে লোপেজকে হাজির করেছে কমলা শিবির। সূত্র: বিবিসি