৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণার দাবি বিএনপির
- আপডেট সময় : ১২:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দলটি এখন সরকারিভাবে দিবসটি ঘোষণা চায়। একই সঙ্গে ওই দিন সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
তিনি বলেন, ‘একটি সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়। এই পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এই দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে।’
এ সময় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের সময় ঘোষণার দাবি জানান।
এ ছাড়া ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।