জুলাই আন্দোলনে নিহত ১৬শ’, আহত ২৪ হাজার: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনে ছাত্র-জনতাদের মধ্যে আহত হয়েছেন ২৪ হাজার ও এক হাজার ৬০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
আজ (শুক্রবার, ১ নভেম্বর) সকালে শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আন্দোলনে আহতের পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ এবং নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
যারা কাজে অক্ষম হয়ে গিয়েছেন তাদের সারাজীবন ধরে সহায়তার আশ্বাস দেন সমন্বয়ক সারজিস।
এছাড়া আগামীকাল (শনিবার, ২ নভেম্বর) থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি শুরু হবে। কর্মসূচিতে প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।