মধ্য প্রাচ্যের দেশে নিষিদ্ধ ভুলভুলাইয়া ৩, সিংঘম এগেন
- আপডেট সময় : ০১:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৩৯৬ বার পড়া হয়েছে
মুক্তির আগেই দুঃসংবাদ! ভারতীয় বক্স অফিসে যতই মুক্তির আগে জমিয়ে ব্যবসা শুরু করে দিলেও পড়শি দেশে ব্যান হয়ে গেল সিংঘম এগেন, ভুল ভুলাইয়া ৩। কোন দেশে সৌদি আরবে। আগামী ১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেনের।
সৌদি আরব ছাড়া অন্যান্য সব জায়গায় মুক্তি পাচ্ছে ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন। মধ্য প্রাচ্যের দেশগুলোর সেন্সর বোর্ডের তরফে ধর্মীয় বিষয় এবং যৌনতা সংক্রান্ত বিষয় অত্যন্ত কড়াকড়ি করে। আর সেই কারণেই উল্লিখিত দেশে ব্যান করা হল ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন। এমনটাই মিড ডের রিপোর্টে জানানো হয়েছে।
সিংঘম এগেন ছবিটিতে ধর্ম সংক্রান্ত বিষয় দেখানো হয়েছে বলে সেটাকে মধ্য প্রাচ্যের দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । অন্যদিকে ভুল ভুলাইয়া ৩ ব্যান করা হয়েছে সেখানে সমকামিতা নিয়ে কথা বলা হয়েছে বলে। ফলে UAE তে দিওয়ালি উপলক্ষ্যে যে দুটো ছবি আসছে, সেই দুটিকেই ব্যান করা হয়েছে।
সিংঘম এগেন ছবিটির পরিচালনা করছেন রোহিত শেট্টি। তাঁর কপ ইউনিভার্সে রয়েছে একাধিক বলিউড স্টার। অজয় দেবগন থেকে শুরু করে করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর প্রমুখ। এই ছবির গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রামায়ণের ছোঁয়া।
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণ ভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনা করেছেন এই ছবির। মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ। সূত্র: হিন্দুস্তান টাইমস