যুক্তরাষ্ট্রে আগাম ভোটগ্রহণে উপস্থিতি সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে
- আপডেট সময় : ১১:৩৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণে ভোটার উপস্থিতি ছাড়িয়ে গেছে ৫ কোটি ৪০ লাখ। স্যুইং স্টেটগুলোর ৪টিতে রিপাবলিকানদের ভোটদানের হার বেশি। তিনটিতে এগিয়ে আছেন ডেমোক্র্যাট ভোটাররা। তবে বিশ্লেষকদের ধারণা, আগাম ভোটগ্রহণে নারী ও পুরুষের ভোটদানের পার্থক্যই গড়ে দিবে ব্যবধান। এই র সাতটি অঙ্গরাজ্যে আগাম ভোটের সবশেষ খবর রয়েছে।
আগাম ভোটগ্রহণে মেতেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির মোট ভোটারের মধ্যে ইতোমধ্যেই ব্যালটে নিজেদের মত প্রকাশ করেছেন ৫ কোটি ৪০ লাখের বেশি জনগণ।
নিউইয়র্ক টাইমসের সবশেষ পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পর্যন্ত আগাম ভোট দিয়েছেন ২৭ শতাংশ মার্কিন। সবচেয়ে বেশি ৫০ শতাংশ ভোট পড়েছে ব্যাটেলগ্রাউন্ড স্টেট নর্থ ক্যারোলাইনায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ শতাংশ আগাম ভোট দিয়েছেন আরেক স্যুইং স্টেট জর্জিয়ার অধিবাসীরা। তবে ব্যাটেলগ্রাউন্ড স্টেট না হলেও আগাম ভোটের দিক দিয়ে তৃতীয় অবস্থানে টেনেসি অঙ্গরাজ্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি ছিল ২০২০ সালের নির্বাচনে। সেবার ইতিহাসের সর্বোচ্চ ভোট পান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। হেরে গেলেও ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন রিপাবলিকান প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট। ২০২০ সালে আগাম ভোট দিয়েছিলেন ১০ কোটির বেশি মার্কিন। যেখানে মাত্র ১১ হাজার ভোটে জর্জিয়ায় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন। এক্ষেত্রে অঙ্গরাজ্যটিতে আগাম ভোট বেশি পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী।
এনবিসি নিউজের পরিসংখ্যানে দেখা যায়, সাতটি ব্যাটেলগ্রাউন্ড স্টেটের মধ্যে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা ও নর্থ ক্যারোলাইনায় আগাম ভোট বেশি দিয়েছেন নিবন্ধিত রিপাবলিকান ভোটাররা। অন্যদিকে ডেমোক্র্যাট ভোটারদের আধিপত্য দেখা গেছে মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে। নির্দলীয় ভোটারের সংখ্যা ছিল ৭ থেকে ৪১ শতাংশ।
তবে বিশ্লেষকরা বলছেন, ফলাফলের পূর্বাভাসের ক্ষেত্রে আগাম ভোটগ্রহণে দেখতে হবে নারী ও পুরুষের ব্যবধান। ৭টি স্যুইং স্টেটের মধ্যে নেভাডা ছাড়া বাকি সবকটিতেই পুরুষের তুলনায় নারীদের ভোটদানের সংখ্যা বেশি। ধারণা করা হচ্ছে, এই ব্যবধান নির্বাচনে সুবিধা দিবে কামালা হ্যারিসকে। যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণের ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত ছয়টি অঙ্গরাজ্যে ২০২০ সালের আগাম ভোটগ্রহণের রেকর্ড ভাঙ্গতে পেরেছে।