‘আওয়ামীলীগের আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার’
- আপডেট সময় : ০৩:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
আওয়ামীলীগের শাসনামলে গত ১৫ বছরে গড়ে প্রতিবছর অন্তত ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। শনিবার (২ নভেম্বর) এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত সেমিনারে ড. ইফতেখারুজ্জামান বলেন, গেল ১৫ বছরে গড়ে প্রতিবছর অন্তত ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বিপুল পরিমাণ এ অর্থ ফেরত আনতে চাপ দিতে হবে পাচার হওয়া দেশগুলোকে।
তিনি আরও বলেন, দেড় দশকে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেই পাচার করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। এ অর্থ ফেরত আনা অত্যন্ত কঠিন হলেও অবশ্যই সম্ভব। এক্ষেত্রে পাচার হওয়া দেশের সাথে আইনি চুক্তি ও সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বানও জানান ড. ইফতেখারুজ্জামান। বলেন, অর্থ পাচার রোধে রাষ্ট্রকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।