যুক্তরাষ্ট্রের নির্বাচনী শেষ সময়ের প্রচারে ব্যস্ত ট্রাম্প–কমলা
- আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৩৭৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের অন্যতম সুইং স্টেট মিশিগান ও উইসকনসিনে দুইটি নির্বাচনী সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া উইসকনসিনের অ্যাপলটন ও মিলওয়াকিতে প্রচার চালিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। গতকাল শুক্রবার রাতে তাঁরা এ সমাবেশ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রবাসীর জন্য তিনি আশার বার্তা নিয়ে আসবেন। অর্থনৈতিক ধসের জন্য বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থীকে দায়ী করেন তিনি। পরে মিশিগানের আরব-আমেরিকান ভোটারদের সাথে দেখা করেন এই রিপাবলিকান প্রার্থী।
মিশিগানের ওয়ারেন শহরের জনসমাবেশে ট্রাম্প বলেন, ‘চার বছর ধরে আমরা যে লড়াই করছি, আগামী চার দিন পর তা শেষ হচ্ছে।’
অন্যদিকে একই দিনে উইসকনসিনের সমাবেশে ভোটারদের উদ্দেশ্যে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি যুক্তরাষ্ট্রকে পরিবর্তন করে দেবেন।
উইসকনসিনের ম্যাডিসনে সাংবাদিকদের কমলা বলেন, ‘যিনি (ট্রাম্প) সহিংস বাগাড়ম্বরপূর্ণ কথা বলতে পারেন, তিনি পরিষ্কারভাবে একজন অযোগ্য ব্যক্তি। তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।’
আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ৬৮ মিলিয়নের (৬ কোটি ৮০ লাখ) বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সমর্থনের দিক থেকে দুজন সমানতালে এগোচ্ছেন। এ অবস্থায় জয়–পরাজয়ের বিষয়টি মূলত নির্ভর করছে উইসকনসিন, মিশিগানসহ দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে কে এগিয়ে বা পিছিয়ে থাকেন, সেটির ওপরে।