ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৩০ বছরের মধ্যে এই প্রথম ফুজি পর্বতের চূড়া তুষারবিহীন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে জাপানের মাউন্ট ফুজি পর্বত। ১৩০ বছরের মধ্যে এবারই প্রথম পর্বতটির চূড়া তুষারশূন্য দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ফুজি সাধারণত অক্টোবরের মধ্যে তুষারে ঢেকে যায়। কিন্তু গত ৩০ অক্টোবর পর্যন্ত সেখানে কোনো তুষার দেখা যায়নি।

সাধারণত প্রতি বছর অক্টোবরের ২ তারিখ থেকেই ফুজির চূড়ায় তুষারপাত শুরু হয়। গত বছর ফুজিতে প্রথম তুষারপাত দেখা গিয়েছিল ৫ অক্টোবরে।

কোফু অফিসের আবহাওয়া কর্মকর্তা শিনিচি ইয়ানাগি সিএনএনকে বলেন, ‘এ বছর গ্রীষ্মকাল থেকে জাপানে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় এবং বৃষ্টিপাতের কারণে তুষারপাত হয়নি।’

কোফু স্থানীয় আবহাওয়া অফিসের আরেক কর্মকর্তা ইউতাকা কাতসুতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এই গ্রীষ্মে তাপমাত্রা বেশি ছিল এবং এই উচ্চ তাপমাত্রা সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। ফলে ঠান্ডা বাতাস বাধাগ্রস্ত হয়েছে এবং সে কারণেই তুষারপাত হয়নি।’

ইউতাকা কাতসুতা আরও বলেন, ‘সন্দেহ নেই জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই এমনটি ঘটেছে।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৯৪ সালে রেকর্ড রাখতে শুরু করার পর এবারই দীর্ঘ সময় মাউন্ট ফুজি তুষারবিহীন থাকার ঘটনা ঘটল। এর আগে ফুজি পর্বত তুষারবিহীন থাকার রেকর্ড হয়েছিল ২৬ অক্টোবর পর্যন্ত—যা ঘটেছে দুইবার, ১৯৫৫ ও ২০১৬ সালে।

টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফুজি পর্বতের উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার। এই পর্বতের আগ্নেয়গিরিতে সর্বশেষ ৩০০ বছরেরও বেশি সময় আগে অগ্ন্যুৎপাত হয়েছিল।

গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ২২ হাজারের বেশি মানুষ ফুজির পর্বতশিখরে আরোহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

১৩০ বছরের মধ্যে এই প্রথম ফুজি পর্বতের চূড়া তুষারবিহীন

আপডেট সময় : ০২:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

জলবায়ু পরিবর্তনের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে জাপানের মাউন্ট ফুজি পর্বত। ১৩০ বছরের মধ্যে এবারই প্রথম পর্বতটির চূড়া তুষারশূন্য দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ফুজি সাধারণত অক্টোবরের মধ্যে তুষারে ঢেকে যায়। কিন্তু গত ৩০ অক্টোবর পর্যন্ত সেখানে কোনো তুষার দেখা যায়নি।

সাধারণত প্রতি বছর অক্টোবরের ২ তারিখ থেকেই ফুজির চূড়ায় তুষারপাত শুরু হয়। গত বছর ফুজিতে প্রথম তুষারপাত দেখা গিয়েছিল ৫ অক্টোবরে।

কোফু অফিসের আবহাওয়া কর্মকর্তা শিনিচি ইয়ানাগি সিএনএনকে বলেন, ‘এ বছর গ্রীষ্মকাল থেকে জাপানে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় এবং বৃষ্টিপাতের কারণে তুষারপাত হয়নি।’

কোফু স্থানীয় আবহাওয়া অফিসের আরেক কর্মকর্তা ইউতাকা কাতসুতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এই গ্রীষ্মে তাপমাত্রা বেশি ছিল এবং এই উচ্চ তাপমাত্রা সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। ফলে ঠান্ডা বাতাস বাধাগ্রস্ত হয়েছে এবং সে কারণেই তুষারপাত হয়নি।’

ইউতাকা কাতসুতা আরও বলেন, ‘সন্দেহ নেই জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই এমনটি ঘটেছে।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৯৪ সালে রেকর্ড রাখতে শুরু করার পর এবারই দীর্ঘ সময় মাউন্ট ফুজি তুষারবিহীন থাকার ঘটনা ঘটল। এর আগে ফুজি পর্বত তুষারবিহীন থাকার রেকর্ড হয়েছিল ২৬ অক্টোবর পর্যন্ত—যা ঘটেছে দুইবার, ১৯৫৫ ও ২০১৬ সালে।

টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফুজি পর্বতের উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার। এই পর্বতের আগ্নেয়গিরিতে সর্বশেষ ৩০০ বছরেরও বেশি সময় আগে অগ্ন্যুৎপাত হয়েছিল।

গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ২২ হাজারের বেশি মানুষ ফুজির পর্বতশিখরে আরোহণ করেছেন।