পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখে স্পেন
- আপডেট সময় : ০২:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখে পড়েছে স্পেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৫ জনে। স্পেনের বিভিন্ন অঞ্চলের সহযোগিতা-বিষয়ক মন্ত্রী আঞ্জেল ভিক্টর তোরেস বলেন, উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজ ব্যক্তিদের খুঁজছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এখনও ঝুঁকির মুখে আছে দেশটির বিভিন্ন এলাকা। ভ্যালেন্সিয়া প্রদেশের পাইপোর্টা শহরে একটি নদীর পানি লোকালয়ে ঢুকে পড়লে পানির স্রোতে ভেসে অন্তত ৪০ জনের মৃত্যুর হয়েছে। এ নিয়ে ভ্যালেন্সিয়াতেই বন্যায় মারা গেছেন অন্তত ২০২ জন। এ ছাড়া কাস্তিলা লা-মাঞ্চায় দুজন এবং আন্দালুসিয়ায় ব্রিটেনের একজন মারা গেছেন।
গত মঙ্গলবার (২৯শে অক্টোবর) কিছু শহরে বন্যার ভয়াবহতা বেড়ে যাওয়ায় কাদা ও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারকাজ ফেলে রেখে চলে যায় উদ্ধারকারীরা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের জীবন বাঁচানো।