ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাধার মুখে শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের শহর চট্টগ্রামে বাধার মুখে পড়ে শোরুম উদ্বোধন করতে পারেননি। আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুমের উদ্বোধনের কথা ছিলো তার।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিগত ২৮ অক্টোবর চট্টগ্রামে গিয়ে সেই শোরুম উদ্বোধনের কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যদিও সবকিছু ঠিক থাকলেও নির্ধারিত সময়ে যেতে পারেননি শোরুম উদ্বোধন করতে।

পরবর্তীতে সেই খুকি লাইফস্টাইলের রিয়াজউদ্দিন বাজারের শোরুমের ম্যানেজার ইমদাদুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণে তিনি আসেনি। তবে আরেকটি সূত্র দাবি করেছে, মেহজাবীন যাতে না আসেন সেজন্য রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের চাপ ছিলো।

মেহজাবীন চৌধুরী যাওয়ার আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি তাওহিদি জনতার ব্যানারে।

এদিকে এ বিষয়ে রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব এক গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না। এদিকে বিষয়টি নিয়ে জানতে বণিক সমিতির বর্তমান সভাপতি সালামত আলীর মোবাইলে বেশ কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তাতে সাড়া মেলেনি।

উল্লেখ্য, শোরুম উদ্বোধনে মেহজাবীন চট্টগ্রামে এসেছেন তার প্রমাণ মিলেছে তারই ফেসবুকের এক ছবিতে। পতেঙ্গা সমুদ্রসৈকতের তীরে পেঁয়াজু হাতে একটি ছবি মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘অনলি চিটাগাংস ক্যান রিলেট।’

নিউজটি শেয়ার করুন

বাধার মুখে শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

আপডেট সময় : ১০:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের শহর চট্টগ্রামে বাধার মুখে পড়ে শোরুম উদ্বোধন করতে পারেননি। আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুমের উদ্বোধনের কথা ছিলো তার।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিগত ২৮ অক্টোবর চট্টগ্রামে গিয়ে সেই শোরুম উদ্বোধনের কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যদিও সবকিছু ঠিক থাকলেও নির্ধারিত সময়ে যেতে পারেননি শোরুম উদ্বোধন করতে।

পরবর্তীতে সেই খুকি লাইফস্টাইলের রিয়াজউদ্দিন বাজারের শোরুমের ম্যানেজার ইমদাদুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণে তিনি আসেনি। তবে আরেকটি সূত্র দাবি করেছে, মেহজাবীন যাতে না আসেন সেজন্য রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের চাপ ছিলো।

মেহজাবীন চৌধুরী যাওয়ার আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি তাওহিদি জনতার ব্যানারে।

এদিকে এ বিষয়ে রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব এক গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না। এদিকে বিষয়টি নিয়ে জানতে বণিক সমিতির বর্তমান সভাপতি সালামত আলীর মোবাইলে বেশ কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তাতে সাড়া মেলেনি।

উল্লেখ্য, শোরুম উদ্বোধনে মেহজাবীন চট্টগ্রামে এসেছেন তার প্রমাণ মিলেছে তারই ফেসবুকের এক ছবিতে। পতেঙ্গা সমুদ্রসৈকতের তীরে পেঁয়াজু হাতে একটি ছবি মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘অনলি চিটাগাংস ক্যান রিলেট।’