ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব চক্রান্তের বিরুদ্ধে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে আলোচনা সভায় এ আহ্বান জানান মির্জা ফখরুল।

জাতীয় পার্টি নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা, জনগণ এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। দেশে একটা চক্রান্ত শুরু হয়েছে, অনিশ্চয়তা নিয়ে যাওয়ার জন্য ঘটনাগুলো ঘটনার জন্য চেষ্টা করা হচ্ছে। যেগুলো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে। এসব চক্রান্তের বিরুদ্ধে সরকারকে সচেতন হওয়া দরকার।’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব, রাষ্ট্রদূত সাবিহউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাখালীর ব্র্যাক সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সাবিহউদ্দিন আহমেদের কর্মজীবন ও জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর বন্ধু, সহকর্মী স্বজন, শূভ্যার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তার সহপাঠী অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদসহ সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদরা।

তাঁর বন্ধু, সহপাঠী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধায় তাকে স্মরণ করে বলেন, ‘একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে প্রয়াত সাবিহউদ্দিন আহমেদ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণে থাকবেন।’

বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন সাবিহউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে যেতে পারলে খুশি হতে তিনি।

নিউজটি শেয়ার করুন

বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব চক্রান্তের বিরুদ্ধে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে আলোচনা সভায় এ আহ্বান জানান মির্জা ফখরুল।

জাতীয় পার্টি নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা, জনগণ এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। দেশে একটা চক্রান্ত শুরু হয়েছে, অনিশ্চয়তা নিয়ে যাওয়ার জন্য ঘটনাগুলো ঘটনার জন্য চেষ্টা করা হচ্ছে। যেগুলো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে। এসব চক্রান্তের বিরুদ্ধে সরকারকে সচেতন হওয়া দরকার।’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব, রাষ্ট্রদূত সাবিহউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাখালীর ব্র্যাক সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সাবিহউদ্দিন আহমেদের কর্মজীবন ও জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর বন্ধু, সহকর্মী স্বজন, শূভ্যার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তার সহপাঠী অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদসহ সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদরা।

তাঁর বন্ধু, সহপাঠী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধায় তাকে স্মরণ করে বলেন, ‘একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে প্রয়াত সাবিহউদ্দিন আহমেদ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণে থাকবেন।’

বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন সাবিহউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে যেতে পারলে খুশি হতে তিনি।