ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শুরু হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের অর্থ সহায়তা দেয়ার কর্মসূচি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই কর্মসূচী প্রাথমিক ভাবে নিহতের পরিবার দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে চলবে বলে জানায় সংগঠনটির সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ (শনিবার, ২ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সকাল থেকে আর্থিক সহায়তার কার্যক্রম শুরু হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দেয়া এই আর্থিক সহায়তায় শহীদ পরিবার পাবে ৫ লাখ টাকা আর আহত পরিবার পাবে ১ লাখ টাকা।

নতুন কর্মসূচির আওতায় ফাউন্ডেশনটি প্রতি সপ্তাহে নিহত ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করবেন।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চেক হস্তান্তর কর্মসূচিতে সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘আপনাদের অবদানের তুলনায় অনুদান নগন্য। তবে কোন ভাবেই ভুয়া মুক্তিযোদ্ধাদের মতো শহীদ ও আহতদের তালিকা বিতর্কিত হতে দেয়া হবে না।’

জাতীয় বীরদের শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা শারমিন মোর্শেদ বলেন, ‘একাত্তরের পরে যে অসম্পূর্ণতা তৈরি হয়েছে সেই কারণেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ দেখতে হলো।’

প্রথমে ঢাকা থেকে এই কার্যক্রম শুরু হবে। ৮টি বিভাগের প্রতিটাতেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানো হবে।

এর আগে (শুক্রবার, ১ নভেম্বর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের শাহবাগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘আমরা আপাতত প্রতি সপ্তাহে ২০০ জন করে শহীদ পরিবারের মধ্যে অনুদানের টাকা বা চেক হস্তান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে নির্ধারিত ২০০ শহীদ পরিবারের প্রতিটিকে ৫ লাখ টাকা করে বিতরণ করা হবে।’

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষের টাকা। এর আগে আমরা বিভিন্ন ব্যক্তি পূজা দেখেছি, সংগঠন পূজা দেখেছি। সেগুলো থেকে বের হয়ে যাদের পাওয়া উচিত তাদের খুঁজে বের করে আমরা টাকাটা দিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

শুরু হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা কর্মসূচি

আপডেট সময় : ০২:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের অর্থ সহায়তা দেয়ার কর্মসূচি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই কর্মসূচী প্রাথমিক ভাবে নিহতের পরিবার দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে চলবে বলে জানায় সংগঠনটির সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ (শনিবার, ২ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সকাল থেকে আর্থিক সহায়তার কার্যক্রম শুরু হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দেয়া এই আর্থিক সহায়তায় শহীদ পরিবার পাবে ৫ লাখ টাকা আর আহত পরিবার পাবে ১ লাখ টাকা।

নতুন কর্মসূচির আওতায় ফাউন্ডেশনটি প্রতি সপ্তাহে নিহত ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করবেন।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চেক হস্তান্তর কর্মসূচিতে সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘আপনাদের অবদানের তুলনায় অনুদান নগন্য। তবে কোন ভাবেই ভুয়া মুক্তিযোদ্ধাদের মতো শহীদ ও আহতদের তালিকা বিতর্কিত হতে দেয়া হবে না।’

জাতীয় বীরদের শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা শারমিন মোর্শেদ বলেন, ‘একাত্তরের পরে যে অসম্পূর্ণতা তৈরি হয়েছে সেই কারণেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ দেখতে হলো।’

প্রথমে ঢাকা থেকে এই কার্যক্রম শুরু হবে। ৮টি বিভাগের প্রতিটাতেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানো হবে।

এর আগে (শুক্রবার, ১ নভেম্বর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের শাহবাগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘আমরা আপাতত প্রতি সপ্তাহে ২০০ জন করে শহীদ পরিবারের মধ্যে অনুদানের টাকা বা চেক হস্তান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে নির্ধারিত ২০০ শহীদ পরিবারের প্রতিটিকে ৫ লাখ টাকা করে বিতরণ করা হবে।’

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষের টাকা। এর আগে আমরা বিভিন্ন ব্যক্তি পূজা দেখেছি, সংগঠন পূজা দেখেছি। সেগুলো থেকে বের হয়ে যাদের পাওয়া উচিত তাদের খুঁজে বের করে আমরা টাকাটা দিচ্ছি।’