স্পেনে বন্যায় প্রাণ গেল এক ফুটবলারের
- আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে গত বুধবার আকস্মিক এ বন্যার দেখা দেয়। টানা ভারী বর্ষণে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত অন্তত দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরও অনেকে। জীবিতদের উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা কর্মীরা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় কিছু অঞ্চল এখনো ঝুঁকিতে আছে।
ভয়াবহ এ বন্যার প্রভাবে লা লিগার আজকের ভ্যালেন্সিয়া-রেয়াল মাদ্রিদের ম্যাচ স্থগিত করা হয়েছে। এছাড়া ভ্যালেন্সিয়া শহর কেন্দ্রিক আরও বেশ কিছু ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন খবর, এ বন্যায় ভ্যালেন্সিয়ার সাবেক এক ফুটবলার প্রাণ হারিয়েছেন।
২৮ বছর বয়সী মিডফিল্ডার হোসে কাস্তিয়েহোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভ্যালেন্সিয়া এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আকস্মিক বন্যায় হোসে কাস্তিয়েহোর মৃত্যুতে ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব শোক প্রকাশ করছে। কাস্তিয়েহো বয়স ভিত্তিক দল থেকে উঠে এসে ক্লাবের অনুধ্ব-১৮ পর্যন্ত খেলেছেন এবং এরপর এ অঞ্চলের অন্যান্য দলের হয়ে খেলা চালিয়ে গেছেন।’
কাস্তিয়েহোর আরেক সাবেক ক্লাব এল দেনস লিখেছে, ‘বিপর্যয়কর দানার প্রভাবে ভয়ংকর সব খবর আসছে। ২৮ বছর বয়সে হোসে কাস্তিয়েহোর মৃত্যুতে এলদেনস গভীরভাবে শোকাহত। ক্লাবের জার্সিতে তিনি ২০১৫-২০১৬ মৌসুমে খেলেছেন। তাঁর বন্ধু ও পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো। শান্তিতে থাকুন।’
মধ্যমাঠের খেলোয়াড় কাস্তিয়েহো ভ্যালেন্সিয়ার অ্যাকাডেমি থেকে বেড়ে উঠেছেন। ক্লাবটির বয়সভিত্তিক দল অনুর্ধ্ব-১৯ পর্যন্ত খেলেছেন। এরপর নাম লেখান আরেক স্প্যানিশ ক্লাব পাতেরনাতে। এরপর একে একে খেলেছেন এলদেনস, বানল, রেকামবিওস কোলন, রোদা, তোরে লেভান্তে ও ভিয়ামারসান্টের মতো ক্লাবগুলোতে।
রোদার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ২০১৮-১৯ মৌসুমের খেলোয়াড় হোসে কাস্তিয়েহোর মৃত্যু সংবাদ ঘোষণা করছি। শান্তিতে থাকুন, হোসে। আপনার বন্ধু ও পরিবারের প্রতি আমাদের ভালোবাসা রইলো।’