হামাসের সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে

হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ইসরাইল। নিহত হামাসের ওই নেতার নাম ইজ আল দিন কাসাব। শুক্রবার (১লা নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলে এসব তথ্য প্রকাশ করা হয়।
ইসরাইলি সামরিক বাহিনী-আইডিএফ জানিয়েছে দাবি, খান ইউনিসে বিমান হামলা চালিয়ে কাসাবকে হত্যা করা হয়েছে। তিনিই হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতা বলেও দাবি করা হয়েছে।
এদিকে, কাসাবের মৃত্যুর খবর তথ্য নিশ্চিত করে শোক জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, একই হামলায় আয়মান আয়েশ নামের আরেক হামাস সদস্যেরও প্রাণ গেছে।