৫৯ বছরে শাহরুখ, জন্মদিনে ভাসলেন জনজোয়ারে
- আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে
ঘড়িতে তখন রাত ১২টা। মধ্যরাত। এর মধ্যেই মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাড়ির সামনে হাজার মানুষের ভিড়। প্রিয় অভিনেতাকে একনজর দেখার অপেক্ষা। সময়মতোই তিনি এলেন এবং আবারও জয় করলেন ভক্তদের হৃদয়। বলা হচ্ছে অভিনেতা শাহরুখ খানের কথা। বলিউডের অপ্রতিরোধ্য ‘বাদশাহ’। আজ তিনি পা রাখলেন ৫৯ বছরে।
এদিন দ্য একাডেমি তথা অস্কার কর্তৃপক্ষ করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার এন্ট্রি দৃশ্য শেয়ার করে শাহরুখকে অভিবাদন জানিয়েছে।
এ ছাড়া দিনটি রীতিমতো শাহরুখ-ভক্তদের কাছে এখন বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে। এবারও মান্নতের সামনে ছিল উপচেপড়া ভিড়। আর অনুরাগীদের আবদার মেটাতে মধ্যরাতেই কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি-শার্ট, টুপি, সানগ্লাসে দেখা গেল কিং খানকে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শাহরুখের জন্মদিনের এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ভারতীয় গণমাধ্যম।
চিরসবুজ শাহরুখ খান। সিনিয়র সিটিজেন হওয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়েও তাঁর শরীরী ভাষা আজও একই রকম। যে ভাষা আবারও পড়ার আকাঙ্ক্ষাতেই অন্যান্য বছরের মতো এদিন মান্নতের সামনে বিপুল জনজোয়ার। শাহরুখ জালে ঘেরা ছাদে দাঁড়িয়ে সেই ভিড়ের উদ্দেশে হাত নাড়লেন। ছুড়ে দিলেন চুম্বন। আর অনুরাগীরা উল্লাসে ফেটে পড়লেন। মোবাইলের আলোর ঝলকে তাঁরা যেন প্রিয় নায়কের জন্য় জ্বেলে দিলেন জন্মদিনের মোমবাতি!
প্রসঙ্গত, শাহরুখের জন্য গত বছরটা ছিল বিশেষ। ২০২২ সাল পর্যন্ত শোনা যাচ্ছিল, তিনি নাকি ফুরিয়ে গেছেন। কিন্তু ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি ‘ডাঙ্কি’ সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
এ বছর এই তারকার কোনো ছবি মুক্তি না পেলেও পরপর আসা সেই সাফল্যের মৌতাতে এখনও মজে রয়েছেন বাদশাহর অনুরাগীরা। তবে এ কথাও সত্যি যে, একের পর এক ফ্লপের সময়ও ভক্তরা মান্নতের সামনে ভিড় জমানো থামাননি। অপেক্ষায় থেকেছেন কখন একবার তিনি এসে দাঁড়াবেন। আর সিগনেচার পোজে প্রসারিত দুই হাতে ছড়িয়ে দেবেন তারকার দ্যুতি। যে দৃশ্য এবারও দেখার জন্য অগুনতি কালো মাথা জমা হয়েছিল মান্নতের সামনে।
বলা যায়, রাজার দিনকাল যেমনই যাক না কেন, তিনি রাজাই থেকে যান। শাহরুখও বদলাননি। বয়স বাড়তে পারে। তবে ইমেজের বয়স বাড়েনি। তাই কমেনি তাঁকে ঘিরে উন্মাদনাও। মধ্যরাতে মান্নতের সামনে আবারও প্রমাণ হলো সেই উৎসাহ আবেদনের।
https://twitter.com/i/status/1852419305876685057